জাসেদ: আরব আমিরাত উম্ম আল কুয়াইন আল মেহাম বিল্ডিং কন্সট্রাকশনের ২ লাখ ১৫ হাজার স্কোয়ার ফিট নিয়ে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে ফুজিরা অঞ্চলের শেখ মোহাম্মদ বিন সোহায়েল আল ইয়ামাহি এর উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে আল মেহাম কন্সট্রেকশনের ব্যবস্হাপনা পরিচালক প্রকৌশলী মোঃ তাবিবুর রহমান বলেন, আমি দীর্ঘদিন যাবত কন্সট্রেকশনের সাথে জড়িত এবং ২০১৪ সালে কন্সট্রেকশনের ব্যবসা শুরু করেছি। আমার উদ্দেশ্য প্রবাসে বাংলাদেশর ভাবমূর্তি উজ্জ্বল করা এবং রেমিট্যান্স বৃদ্ধি করা। বাংলাদেশের রেমিট্যান্স বৃদ্ধি করার লক্ষ্যে এটি শুরু করেছি। ইতিমধ্যে আমরা আরব আমিরাতে তিন প্রদেশে কাজ শুরু করেছি, আজমান, শারজা এবং উম্মে আল কুয়াইনে। আমাদের পরিকল্পনা আছে মিডলইস্টে বিভিন্ন দেশে আমাদের কোম্পানিকে উপস্থাপন করা।
তিনি আরো বলেন, আমাদের কোম্পানিতে অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশীদেরকে অগ্রধিকার দিয়েছি এবং দিচ্ছি। আমাদের এখন লোকের প্রয়োজন ,যে কোনো সময় বিমান চালু হলে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবো। মাতৃভূমির উন্নয়নে শরীক হওয়ার জন্য বাংলাদেশে বড় ধরনের ইনভেস্ট করার ও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল মেহাম বিল্ডিং কন্সট্রাকশন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ তাবিবুর রহমান, নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান এবং উম্মে আল কুয়াইন শেখ পরিবারের সদস্য ও কোম্পানীর কর্মকর্তাবৃন্দ।
Discussion about this post