লিবিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া প্রবাসীর পরিচয় নিয়ে বিপাকে পড়েছে ত্রিপলির বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের ফেসবুক পেজে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।
ফেসবুক পেজে ত্রিপলির বাংলাদেশ দূতাবাস জানায়, ত্রিপলির একটি হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসাধীন অবস্থায় ওই অভিবাসী মৃত্যুবরণ করেছেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি কোমায় থাকায় তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
এই অবস্থায় তার নিকটস্থ এলাকার ব্যক্তি, আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব কেউ তাকে শনাক্ত করতে পারলে দূতাবাসের হটলাইন নম্বর +২১৮৯১৬৯৯৪২০৭ বা ই-মেইল : libyalw@yahoo.com বা ফেসবুক পেজে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।
Discussion about this post