দুবাই পুলিশ জনসাধারণকে আল মুহাইস্নাহ ২ এর নির্জন ইয়ার্ডে একজন মৃত ব্যক্তির পরিচয় শনাক্তকরণে সহায়তা করার আহ্বান জানিয়েছে। ওই ব্যক্তির গায়ে কোনো রকম পরিচয় পত্র ছিলোনা।
মৃত্যুর কারণ জানার জন্য লাশ দুবাই পুলিশের ফরেনসিক বিজ্ঞান ও অপরাধ বিভাগে তত্ক্ষণাত্ স্থানান্তরিত করা হয়েছিল।
লাশ আবিষ্কারের পর থেকে পুলিশ এখনও নিখোঁজ হওয়া কোনও ব্যক্তির রিপোর্ট পায়নি।
আল কুসাইস থানা পুলিশ জনসাধারণকে মৃত ব্যক্তির সম্পর্কে যে কোনও তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে। যে কোনো তথ্য জানাতে বন্দর থানায় যোগাযোগ করতে বা 901 কল করতে বলা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের বাইরে থেকে যারা তথ্য প্রদানের জন্য 04901 কল করতে পারেন।
Discussion about this post