পাকিস্তানে সাংবাদিক অজয় লালওয়ানিকে হত্যার জন্য স্থানীয় প্রভাবশালী একজন রাজনীতিককে অবিলম্বে গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ হয়েছে শনিবার। ধারণা করা হচ্ছে, ওই রাজনীতিক এই হত্যাকা-ের নেপথ্যে রয়েছেন। এ জন্য তাকে গ্রেপ্তার দাবি করে শুক্কুর এলাকায় শনিবার বিক্ষোভ হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। উল্লেখ্য, একটি সেলুনে বসে থাকা সিন্ধু প্রদেশের শুক্কুর এলাকার ৩১ বছর বয়সী সাংবাদিক অজয়কে একদল লোক অস্ত্র হাতে গিয়ে রাতের বেলা গুলি করে হত্যা করে। এ নিয়ে গত এক বছরে পাকিস্তানে চারজন সাংবাদিককে হত্যা করা হলো। ফলে সেখানে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ হত্যার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
বেশ কিছু অপহরণ ও অন্যায় নিয়ে বেশকিছু রিপোর্ট প্রকাশ করেছেন সাংবাদিক অজয়। এর ফলে স্থানীয় কয়েকজন রাজনীতিকের টার্গেটে পরিণত হয়েছিলেন তিনি। পাকিস্তানে ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) জাতীয় পরিষদের সদস্য লাল চাদ মালহি বলেছেন, অজয় ছিলেন সালেহপাত এলাকার একজন বাসিন্দা। গুলি করার পর ১৮ই মার্চ হাসপাতালে তিনি মারা যান। মালহি বলেছেন, তিনি এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশকে। একই সঙ্গে খুনিদের গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছেন।
Discussion about this post