গত ২৪ ঘণ্টায় ইরানে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত আরও ৫৪ জনের প্রাণহানি ঘটেছে। দেশটিতে এ ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটলো মঙ্গলবার। এ নিয়ে করোনায় প্রাণ হারালেন মোট ২৯১ ইরানি।
ইরানে নতুন করে আরও ৮৮১ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। ফলে প্রাণঘাতী এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪২ জনে। এর মধ্যে সুস্থ হয়ে পিরেছেন দুই হাজার ৭৩১ জন।
রাজধানী তেহরানে সর্বোচ্চসংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির এই প্রদেশে করোনা সংক্রমিত হয়েছেন প্রায় ২ হাজার ১১৪ জন। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে মাজানদারান প্রদেশে। দেশটির উত্তনরাঞ্চলীয় এই প্রদেশে আক্রান্তে সংখ্যা ৮৮৬। তৃতীয় স্থানে আছে কম প্রদেশ; সেখানে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭৫১ জন। দেশটিতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন এই প্রদেশেই।
ইরানে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও অঞ্চলকে কোয়ারন্টাইন হিসেবে ঘোষণা দেয়া হয়নি। তবে দেশটির ক্ষমতাসীন সরকার করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় ভ্রমণ এড়াতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে।
























