জীবন-জীবিকার সন্ধানে স্বদেশ ছেড়ে স্বপ্নের জীবন সাজাতে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছেন প্রায় সোয়া কোটি প্রবাসী বাংলাদেশি। প্রবাসীদের জীবনে ঘটে যাওয়া সুখ-দু:খের নানা ঘটনা নিয়ে বিগত বছরের ধারাবাহিকতায় এবার ও প্রকাশিত হয়েছে প্রবাসের গল্প-৫। সম্পাদনা করেছেন সৌদিআরব প্রবাসী হাফেজ শাহাদাত হুসাইন।
বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের লেখা এই বইয়ে উঠে এসেছে বাংলাদেশের অর্থনীতিতে বিপুল অবদান রাখা রেমিটেন্স সৈনিকদের নানা অজানা কথা। যারা মা বাবা স্ত্রী সন্তান ভাইবোন পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন গ্রাম শহর ছেড়ে জীবন-যৌবনের স্বাদ-আহ্লাদকে ঘামের সাথে মুছে ফেলে বিদেশ বিভুঁয়ে পড়ে আছেন।
যাদের রক্ত-ঘামে সমৃদ্ধ হচ্ছে দেশের জিডিপি। কিন্তু তাদের দু:খ-কষ্ট-বেদনার কথা কতটুকু জানেন দেশের মানুষজনেরা! তারা যে সোনার হরিণের সন্ধানে অজানা-অচেনা শহরে অহরাত্রি গুমরে মরেন তাকি স্বজনরা উপলব্ধি করেন! সেই অভিজ্ঞতার আলোকে কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ, চিকিৎসক সহ ৩০ জন লেখকের হৃদয় গহীনে লুকিয়ে থাকা নানা কথায় প্রবাসের গল্প সংকলন করা হয়েছে।
বইটি পাওয়া যাচ্ছে একুশে গ্রন্থমেলার শব্দশিল্প প্রকাশনীর ৮০৯-৮১০ নাম্বার স্টল, ও চট্টগ্রাম বইমেলার সালফি পাবলিকেশন্সের ১৪৮ নাম্বার স্টলে।























