চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদদের স্বরণে সেভ দ্যা স্টুডেন্টের শ্রদ্ধাঞ্জলি।
মহান ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের সহযোগিতা ও অধিকার মূলক সংগঠন সেভ দ্যা স্টুডেন্টের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
শুক্রবার(২১ ফেব্রুয়ারী) সকাল ৯.০০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের ক্যাম্পাস এম্বাসেডর জাহিদুল ইসলাম সহ আরো অন্যান্য নেতাকর্মীরা।
জাহিদুল ইসলাম বলেন,ভাষা শহীদরা জাতির সূর্য সন্তান।তাদের কারনে আমরা এ বাংলা ভাষা পেয়েছি, এ ভাষায় কথা বলতে পারছি। আমাদের উচিত তাদের প্রতি শ্রদ্ধা,সম্মান শুধু এ দিনেই সীমাবদ্ধ না রাখা।তাদের আত্মত্যাগের মূল্যায়ন আমাদের বাস্তব জীবনে করা।এসময় তিনি ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্যারিয়ার মুলক বিভিন্ন ইভেন্ট ও ছাত্র-ছাত্রীদের যে কোন সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস দেন। এছাড়া সংগঠনটির কোওরডিনেটর, ম্যানাজার সহ অন্যান্য নেতা কর্মীরা শহীদদের আত্নার মাগফেরাতের জন্য দোয়া কামনা করেন।
Discussion about this post