পদত্যাগের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন, গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘আমি কোথাও যাচ্ছি না। এনসিপির সঙ্গেই আছি, সরকার গঠনের সময়ও থাকব। দলকে আরও শক্তিশালী করাই এখন আমার একমাত্র লক্ষ্য।’
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীতে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ‘পদত্যাগের মতো কোনো বিষয়ই ঘটেনি। হঠাৎ করে কে বা কারা গুজব ছড়াচ্ছে, তা খুব সহজেই বোঝা যায়। আসলে কিছু মহল ইচ্ছাকৃতভাবে এনসিপির জনপ্রিয়তা ও ঐক্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘দেখা যাচ্ছে, অনুসন্ধানী সাংবাদিকতার নামে কিছু ব্যক্তি এখন গুজব ও অপপ্রচারকে পেশা বানিয়ে ফেলেছেন। অথচ প্রকৃত অনুসন্ধানী সাংবাদিকতার কাজ হলো, দুর্নীতি, প্রশাসনিক অস্বচ্ছতা, আইন প্রয়োগকারী সংস্থার অনিয়ম ও বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বিশ্লেষণ করা। সেই জায়গায় না গিয়ে যারা মিথ্যা খবর ছড়াচ্ছেন, তারা জনগণকে বিভ্রান্ত করছেন এবং পেশাদার সাংবাদিকতার ক্ষতি করছেন।’



























