যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের সঙ্গে যে কোনও সময় আলোচনার জন্য ওয়াশিংটন প্রস্তুত রয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সৌদি আরব সফরে যাওয়ার আগে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটন কর্তৃপক্ষ যে কোনো সময় প্রস্তুত, তবে তাদের মৌলিকভাবে ব্যবহার পরিবর্তন প্রয়োজন ও সেই সঙ্গে তাদের বিরুদ্ধে সর্বাধিক চাপ প্রয়োগের প্রচারণা অব্যাহত থাকবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা তাড়াহুড়া করছি না। আমরা সর্ম্পূণভাবে চাপ প্রয়োগের প্রচারণা চালিয়ে যাচ্ছি। এটি শুধু অর্থনৈতিক চাপের প্রচারণা নয়, কূটনীতির মাধ্যমেও তাদের বিচ্ছিন্ন করা হচ্ছে।’

























