টানা বিক্ষোভ ও জনরোষের মুখে অবশেষে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। ফরাসি রেডিও আরএফআই জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে এক গোপন চুক্তির পর তাকে ফরাসি সামরিক বিমানে করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহ ধরে দেশজুড়ে চলছিল দুর্নীতি, দারিদ্র্য ও সরকারের ব্যর্থতার বিরুদ্ধে তরুণদের (জেন-জিদের) নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ। রাজধানী আন্তানানারিভোসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নামে। এর মধ্যেই সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ইউনিট ‘ক্যাপসাট’ প্রেসিডেন্টের প্রতি আনুগত্য প্রত্যাহার করে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ায়। ফলে রাজোয়েলিনা ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং প্রশাসনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
বিক্ষোভের সূচনা হয়েছিল ২৫ সেপ্টেম্বর, যখন রাজধানীতে পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নামেন। অল্প সময়েই সেই ক্ষোভ ছড়িয়ে পড়ে সারাদেশে—দুর্নীতি, খারাপ শাসন ও মৌলিক সেবার ঘাটতির বিরুদ্ধে এক বিশাল গণআন্দোলনে রূপ নেয় এটি।