মিসরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত ইসলামী বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব পোস্টগ্রাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের হাদীস ও উলুমুল হাদীস বিভাগে অনুষ্ঠিত তামহীদি মাস্টার্স ফাইনাল পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থী মুহাম্মাদ তাওহীদুল ইসলাম।সোমবার (১৩ অক্টোবর) নয়া দিগন্তকে তাওহীদুল ইসলাম জানান, শিক্ষাবর্ষ ২০২৪–২৫ খ্রিষ্টাব্দের এই পরীক্ষায় তিনি মোট ১২০০ নম্বরের মধ্যে ১০২১ নম্বর পেয়ে (গড় ৮৫.০৮) ‘জাইয়্যিদ জিদ্দান’ গ্রেডে উত্তীর্ণ হন।ইতোপূর্বেও মুহাম্মাদ তাওহীদুল ইসলাম আল-আজহারে ধারাবাহিক কৃতিত্বের পরিচয় দিয়েছেন। ২০২২–২৩ শিক্ষাবর্ষে ইসলামিক থিওলজি ফ্যাকাল্টির হাদীস ও উলুমুল হাদীস বিভাগ থেকে স্নাতক (চার বছর মেয়াদি) প্রোগ্রামের সমষ্টিগত ফলাফলে শতকরা ৯০ ভাগ নম্বর পেয়ে সকল বিদেশী শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং ‘এক্সিলেন্ট’ (মুমতায) গ্রেড লাভ করেন।