রাঙামাটি জেলার বগাছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ ইউপিডিএফ পোস্ট কমান্ডার ও তার সহযোগীকে আটক করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।পোস্টে বলা হয়, গতকাল শনিবার (১১ অক্টোবর) দুপুরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বগাছড়ি এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহনে সেনাবাহিনী কর্তৃক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে চেকপোস্ট অভিমুখে আগত একটি মোটরসাইকেল প্রায় ১৫০ মিটার দূরে থেমে পালানোর চেষ্টা করে। সেনাবাহিনীর সদস্যরা দ্রুততার সঙ্গে মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করে।এতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পূর্বে সংগৃহীত ছবি থেকে নিশ্চিত হওয়ার মাধ্যমে ইউপিডিএফের পোস্ট কমান্ডার কর্ম চাকমা ও তার সহযোগী লেলিন চাকমাকে আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ১টি পিস্তল ও ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড অ্যামুনিশন, ১টি ওয়াকিটকি সেট, ২টি মোবাইল ফোন ও ২টি চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।