সাইকেলে চড়ে হজ করতে যাচ্ছেন ৮ ব্রিটিশ মুসলিম। ৭ জুলাই তারা যাত্রা শুরু করেছেন লন্ডন থেকে।
আনাদোলুর প্রকাশিত সংবাদ অনুসারে, হজে যাওয়ার জন্য তাদেরকে অতিক্রম করতে হবে মোট ১৭টি দেশ। এজন্য তাদের সময় লাগবে মোট ৬০ দিন। তবে এই ১৭টি দেশের মধ্যে যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাক ও সিরিয়া তারা পারি দেবেন বিমানে।
তবে সাইকেলে করে হজযাত্রা এবারই প্রথম নয়। এর আগেও আরও কয়েকটি গ্রুপ এভাবে সাইকেলে যাত্রা করে হজ পালন করেছে।
শুধু সাইকেল নয়, ২০১২ সালে সেনাদ হাদজিক নামের ৪৭ বছর বয়সী এক বসনিয়ান নাগরিক পায়ে হেঁটে পবিত্র মক্কা নগরীতে গিয়ে পৌঁছান। এ যাত্রায় তাকে ৫ হাজার ৯০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হয়।