সংযুক্ত আরব আমিরাতের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে আগামী ১ ও ২ ডিসেম্বর (সোমবার ও মঙ্গলবার) ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ২ দিনের ছুটি পালন করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে।
খবর গালফ নিউজের।
স্কুলগুলো আবার ৩ ডিসেম্বর (বুধবার) খুলবে।
গতকাল সোমবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।
এই ঘোষণাটি এসেছে এমন এক সময়ে যখন সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেস এবং মানবসম্পদ ও এমিরাতাইজেশন মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের জন্য বেতনসহ ছুটির ঘোষণা দেয়।



























