দুবাই অ্যাওয়ার্ড খ্যাত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ২৩ তম আসরের আয়োজন সম্পন্ন হয়েছে । এবারের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন লিবিয়ার ২৩ বছর বয়সী যুবক মুয়াজ মাহমুদ আমির বিন হামিদ।২য় রমজান থেকে ১৩ রমজান পর্যন্ত টানা ১২ দিন চলে প্রতিযোগিতা। ১৪ রমজান প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানসুর বিন মুহাম্মদ বিন রশিদ আল-মাকতুম ।
প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয় লাভ করেন লিবিয়ার ২৩ বছরের যুবক মুয়াজ মাহমুদ আমির বিন হামিদ। পুরস্কার হিসেবে তিনি পান ২ লাখ ৫০ হাজার দিরহাম।
প্রতিযোগিতায় যৌথভাবে দ্বিতীয় হন মরক্কোর আহমেদ আচিরি এবং নাইজেরিয়ার ইবরাহিম মাওজু। তারা পুরস্কার হিসেবে পান ২ লাখ দিরহাম।
প্রতিযোগিতার ২৩ তম পর্ব সম্পন্ন হয়েছে এবার। নগদ পুরস্কার ছাড়া প্রতিযোগিতায় উত্তীর্ণদের মূল্যবান সার্টিফিকেটও প্রদান করা হয়।
১৯৯৭ সালে দুবাই অ্যাওয়ার্ড খ্যাত এ প্রতিযোগিতা ২টি বিভাগে শুরু হলেও বর্তমানে ১৪টি বিভাগে পরিচালিত হয় এ প্রতিযোগিতা। এর প্রত্যেক ক্যাটাগরিতেই পুরস্কার দেয়া হয়।
Discussion about this post