আয়েশা লুলু। ৫ বছরের ফিলিস্তিনি শিশু । মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে । ইসরাইলের নিষেধাজ্ঞার কারণে মৃত্যুর সময় পরিবারের কাউকেই পাশে পাইনি সে।
আয়েশা ফিলিস্তিনের গাজার আল-বুরেজি শরণার্থী ক্যাম্পে তাঁর পরিবারের সাথে বাস করতো। যখন অন্য শিশুদের মত হাসিখুশি আর খেলাধুলা করার কথা সে সময় তাঁর মস্তিষ্কে টিউমার দেখা দেয়। গাজায় কিছুদিন চিকিৎসা নেয়ার পর তেমন কোন উন্নতি না হওয়ায় অপারেশনের জন্য ফিলিস্তিনের জেরুজালেমের একটি হাসপাতালে চিকিৎসা করার সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার। এজন্য তাঁর পরিবার ইসরাইলের কাছে গাজা ত্যাগের আবেদন করে । কিন্তু ইসরাইল আয়েশাকে গাজার শরনার্থী শিবির ত্যাগের অনুমতি দিলেও তাঁর মা-বাবাকে তাঁর সাথে যাওয়ার অনুমতি দেয় নি।
দিনে দিন আয়েশার শরীরের অবনতি দেখা দিলে বাধ্য হয়েই চিকিৎসার জন্য আয়েশাকে তাঁর পরিবার এক মহিলার সাথে পাঠাতে সম্মত হন। তাঁর পাশে থাকা একজন জানিয়েছে, সে কান্নাকাটি করছিল আর তাঁর মাকে ডাকছিল । কিন্তু সে ডাকে সাড়া দেবার সুযোগ ছিলোনা তাঁর মায়ের । আর এভাবেই একাকী সে সবাইকে কাঁদিয়ে গত ১৮ মে না ফেরার পথে পাড়ি জমিয়েছে ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, শুধু ২০১৭ সালেই ক্যান্সারে আক্রান্ত ৫৪জন ফিলিস্তিনির ৪৬ জন ইসরাইলের অনুমতি জটিলতায় ফিলিস্তিনের গাজায় মারা যায়।
Discussion about this post