৬ বছর বয়সী বাচ্চার রোজা রাখায় ফেসবুকে মায়ের অনুভূতি !
আলহামদুলিল্লাহ , আমার ৬ বাচ্চাটা আজ প্রথমবার রোজা রেখেছে। তার জীবনের প্রথম রোজা !!
রাজশাহীর এই প্রচণ্ড গরমে বড়দের রোজা রাখা যেখানে কঠিন, সেই কঠিন কাজ আমার ৬ বছর বয়সী বাচ্চাটা রোজা রেখেছে । হয়তো এটা সাধারণ কিছু কিন্তু আমার এটা অনেক বড় প্রাপ্তি।
আমার পরিবারের কাছের মানুষেরা জানে আমি খুব ইমোশনাল কখনোই না। অতি অল্পে টেনশনে পাগল হওয়া ধরনের আমি নই। আর দশজন যখন অস্হির হয় আমি তখন ঠান্ডা মাথায় বসে থাকতে পারি। মোট কথা যথেষ্ট শক্ত প্রকৃতির আমি। কিন্তু আজ বাচ্চাটার চেহারার দিকে তাকাতে পারছিলাম না।
বেলা চারটা পর্যন্ত স্বাভাবিক থাকার পর যখন বলল- আম্মু একটু পানি খেতে পারি? আমার কলিজা ফেটে যাচ্ছিল। কিন্তু তাকে রোজার বিষয়ে নিরুৎসাহিত করতে ইচ্ছে করছিলো না মোটেই। রোজা সে নিজের ইচ্ছেতেই রেখেছে। যতবার তাকে খেতে বলেছি বারবার বলেছে – কোন সমস্যা নেই, আমি রোজা রাখবো।আমি মোটামুটি নিশ্চিত ছিলাম বেলা ২টা ৩টা পার হবে না। যখন ঘড়ির কাটা সাড়ে তিনটে ছাড়িয়ে গেল আমি বুঝলাম ও পারবে। তাই তারপর থেকে আর ওকে খেতে বলিনি।
অভ্যেস টা তো গড়তে হবেই, আজ থেকেই না হয় শুরু হলো। জীবনের অনেক চাওয়ার মধ্যে সবচে বড় চাওয়া ছেলেটা যেন মুসলিম হতে পারে। আল্লাহ আমাদের সন্তাদের উপর তোমার রহমতের চাদর ছড়িয়ে দাও।
আমীন।
Discussion about this post