ইসলামকে একসময় ‘মিথ্যা’ এবং কোরআন শরিফ’কে ‘বিষাক্ত’ বলে অভিহিত করা ডাচ এমপির ইসলাম গ্রহণ করেছেন। এ নিয়ে নেদারল্যান্ডে চলছে হইচই। কেউ প্রশংসা করছেন আবার কেউ কড়া সমালোচনা করছেন । গত বছর ২৬ অক্টোবর জোরাম ভ্যান ক্লাভিরিন (৩৯) ইসলাম গ্রহণ করেন।
ইসলামবিরোধী একটি বই লিখতে গিয়ে তিনি ইসলাম গ্রহণ করেন জোরাম। এর কারণ হিসেবে জোরাম ডাচ রেডিওকে জানান, ইসলাম বিরোধী বইটি লিখতে গিয়ে আমাকে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক জানতে হয়, অনেক বিষয় পড়তে হয়। যা আমার ইসলাম সম্পর্কে ধারণা বদলে দেয়।
তিনি বলেন, ইসলাম নিয়ে তীব্র সমালোচনা করা কেউ যখন বুঝতে পারে, ইসলাম বাজে নয়, বিকৃত নয়, তখন সেটা বেশ আনন্দের৷ ২০১৪ সালে পিভিভি দল ছেড়ে দেওয়ার পর জোরাম ‘ফর নেদারল্যান্ডস’ নামে একটি দল গড়েন। ২০১৭ সালে নেদারল্যান্ডের জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করেন। কিন্তু তাতে জয়লাভ করতে ব্যর্থ হন। এরপর তিনি রাজনীতি ছেড়ে দেন।
নেদারল্যান্ডসে ধর্মীয় স্বাধীনতা রয়েছে। সেখানে নিজের ইচ্ছামত যে কেউ ধর্ম বদল করতে পারে। নেদারল্যান্ডে মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশ মুসলিম ৷ দেশটিতে বর্তমান মোট জনসংখ্যা প্রায়, ১ কোটি ৭১ লাখ। তবে দেশটিতে নানা বাঁধা বিপত্তি সত্ত্বেও ক্রমেই মুসলিমদের সংখ্যা বেড়ে চলেছে ৷
Discussion about this post