ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ( আইপিএল ) আগামী আসরের ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। ঠিক এমনই গুঞ্জন শোনা যাচ্ছে এ দেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে। ভারতের ১৭তম লোকসভা নির্বাচনকে ঘিরে রয়েছে সম্ভাব্য সহিংসতার আশঙ্কা। এ কারণেই আসরের ১৪টি ম্যাচ বাংলাদেশে হওয়ার গুঞ্জন সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করেছে কয়েকটি সংবাদ মাধ্যম। এই সূত্রের দেওয়া তথ্যমতে, চলতি বছরের এপ্রিল-মে মাসে ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে সম্ভাব্য সহিংসতার বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এই প্রস্তাব দেয় বিসিসিআই। তবে বিসিসিআই-এর এই প্রস্তাবে অসম্মতি জানায়নি বিসিবি। এই বিষয়ে আলোচনা এগিয়ে নিতেই ৬ ফেব্রুয়ারি ৩ দিনের বাংলাদেশ সফরে আসবেন শশাঙ্ক মনোহর। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিসিবির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে ৮ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচটি উপভোগ করবেন তিনি।
Discussion about this post