রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসে ট্রেনটি। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে আগুন দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, ভোর ৫টার দিকে তারা আগুনের খবর পান। তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। একটি বগি থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
জেআই/