সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।
এসময় সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, আগামী ৭ জানুয়ারি বাংলাদেশ একটি তামাশা নির্বাচন হতে যাচ্ছে। এ সরকার জনগণের কথা বলার স্বাধীনতা, সভা-সমাবেশের স্বাধীনতা কেড়ে নিয়েছে।
তিনি বলেন, বিচার বিভাগ এখন প্রশ্নবিদ্ধ। আগুনের ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত না করে বিরোধী দলীয় নেতাকর্মীদের দোষী সাব্যস্ত করা মানে হচ্ছে বিচার বিভাগ একদলীয়করণ। বাংলাদেশের ভূ-রাজনীতি নিয়ে সাম্রাজ্যবাদী, কর্তৃত্ববাদী দেশ নানান খেলা খেলছে।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি আব্দুস সাত্তার, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রোহিত হোসেন প্রিন্স, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশুসহ অনেকে।
জেআই/
Discussion about this post