টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়ায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে মোটরসাইকেলযোগে তিনজন আরোহী হাতিয়া রেলক্রসিং পারাপারের সময় চিত্রা এক্সপেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অপরজনকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল রেলস্টেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন বলেন, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
জেআই/
Discussion about this post