নতুন সকালে নতুন প্রাপ্তি পেল বাংলাদেশ। যেন সুন্দরবনের বাঘের থাবায় বিধ্বস্ত হয়ে গেলো নিউজিল্যান্ড। শরিফুল-তানজিম সাকিবের বলের কাছে যেন আত্মসমর্পণ করে মাঠ ছাড়তে হলো। যেখানে পুরো দুল মিলে স্কোরবোর্ডে একশ রানও তুলতে পারেনি। অলআউট হয়েছে ৯৮ রানে। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে তাদের সর্বনিম্ন সংগ্রহ।
এরআগে ঘরের মাঠে চতুর্থ সর্বনিম্ন সংগ্রহ ২০০৭ সালের পর দেশের মাটিতে তাদের আজ সর্বনিম্ন সংগ্রহ।
বোলারদের এমন বীরত্বের পর বাকি কাজটা সহজেই সেরেছেন ব্যাটাররা। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে ২০তম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেলো বাংলাদেশ। সেটাও ৯ উইকেটের বিশাল ব্যবধানে। শনিবারের এই সকালটা বাংলাদেশ ক্রিকেটের জন্য নিশ্চয়ই রূপকথার।
নেপিয়ারে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩১ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রানে থামে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান এসেছে উইল ইয়াংয়ের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার। জবাবে খেলতে নেমে এক উইকেট হারিয়ে ১৫ ওভার ১ বলে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৫১ রান করে অপরাজিত থেকেছেন নাজমুল হোসেন শান্ত।
জেআই/
Discussion about this post