ইশতিয়াক আসিফ: আবুধাবির টি টেন লিগের এবারের আশরে সরাসরি সাইনের মাধ্যমে বাংলা টাইগারের ডাক পেয়েছেন সাকিব আল হাসান, ইফতেখার আহমদ, মাথিসা পাতিরানা, ব্র্যাথওয়্যেট। ড্রাফটিং-এ বাংলাদেশ থেকে টি টেন লিগে সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার তাসকিন। এরপুর্বে ফ্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে দারুন চমক দেখিয়েছেন তাসকিন। তাই আবারো তার ডাক পড়েছে টি টেন লিগে। সোমবার (৯ অক্টোবর) বাংলা টাইগার এর অফিশিয়াল ফেসবুক পেইজে মাধ্যমে জানা যায়,
আবু ধাবি টি-টেন লিগে তাসকিন আহমেদ এবার চুক্তিবদ্ধ হয়েছে। লিগের গত আসরে দলটিকে নেতৃত্বও দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাম্বার সেভেন্টি ফাইভ। তাই এবারও বাংলা টাইগার্সের হয়ে আবু ধাবি টি-টেন লিগে খেলবেন সাকিব আল হাসানও। এবারের ড্রাফটে তাকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।
বাংলাদেশের বোলারদের মধ্যে এখন পর্যন্ত এ বছর সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন। চলতি বছরের জুলাইয়ে জিম্বাবুয়েতে জিম আফ্রো টি-টেনে খেলেছেন তাসকিন । ৭.৮৫ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট। টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এ বছর নিয়েছেন ৪৩ উইকেট।
এবারের আবুধাবির টি টেনের এবারের ৭ম সিজনে যাদের নাম ফাইনাল স্কডে রয়েছে তারা হলেন।সাকিব আল হাসান, কার্লেস ব্রাথওয়্যেট, ডেনিয়্যাল সামস, কুশল মেনডিস,ডোমেনিক ড্রাকেইস,ইফতেখার আহমদ, রিস টপলি, সাইম আইয়ুব,আজম খান,মাথিসা পাথিরানা,মাতিউল্লাহ খান,তাসকিন আহমেদ, রোহান মোস্তফা, হাইদার আলি, আব্দুল গাফ্পার, আমরতিয়া কাউওল, রাসি ফন ডার ডুশেন,রবিন উথাপ্পা।