সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান আর স্বাগতিক আরব আমিরাতকে পেছনে ফেলে যুব এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা।
এশিয়া কাপের শিরোপা ট্রফি হাতে গতকাল সোমবার বিকেলেই দুবাই থেকে দেশে ফিরে এসেছেন বাংলার দামাল যুবারা। প্রথমবার এশিয়া যুব ক্রিকেটে সেরা হওয়ার মতো স্মরণীয় সাফল্যর পর তাৎক্ষণিকভাবে বিসিবির পক্ষ থেকে যুব দলের জন্য কোনো অর্থ পুরস্কার বা বোনাসের ঘোষণা আসেনি।
তবে জানা গেছে, যুব ক্রিকেটারদের জন্য বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন একটা বোনাসের ঘোষণা দিতে পারেন এবং হয়তো আজ মঙ্গলবার রাতেই সে ঘোষণা আসতে পারে।
কারন মঙ্গলবার রাতে ঢাকা শেরাটন হোটেলে যুব ক্রিকেট দলকে নৈশভোজে আপ্যায়িত করবে বিসিবি। বিসিবি প্রধান সে ডিনারে উপস্থিত থাকার কথা।
জানা গেছে, গেম ডেভেলমেন্ট কমিটির পক্ষ থেকে বিসিবির কাছে যুব ক্রিকেটারদের জন্য অর্থ পুরস্কারের আবেদন করা হয়েছে। মাহফুজুর রহমান রাব্বি, আশিকুর রহমান শিবলি ও আরিফুল ইসলামদের হাতে উঠতে পারে সেই পুরস্কারের নগদ অর্থ।
জেআই/
Discussion about this post