আমাদের সবার জীবনেই রয়েছে কোন না কোন অর্জনের গল্প, বিজয়ের কথা। সেইসব অনন্য অর্জনের গল্প তুলে ধরার মাধ্যমে অন্যদের অনুপ্রেরণা জোগানোর প্রয়াসে বাংলাদেশে প্রথম বারের মত আয়োজিত হয় ‘আমার বিজয়ের গল্প’।
২৬ জানুয়ারি ( শনিবার) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। অতিথি হিসেবে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক সম্মাদক তাসমিমা হোসেন, কথাসাহিত্যিক দীপু মাহমুদ, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের উপ-পরিচালক মো. আনিসুর রহমান সহ বিশিষ্টজনরা।
৩ জন সেরা লেখক সহ এ আয়োজনে প্রায় অর্ধশত লেখককে সম্মাননা দেওয়া হয়। যাদের মাঝে রয়েছেন আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী মুহাম্মাদ ইছমাইল। যিনি সংযুক্ত আরব আমিরাতে সুইজারল্যন্ড ভিত্তিক একটি ম্যানপাওয়ার কোম্পানিতে ভিসা অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করে ২০০৯ সালে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশে।
শিক্ষা ও পেশা-পোর্টাল ক্যারিয়ার কেয়ার.কম এবং বাংলাদেশ অরগানাইজেশন ফর স্কিল ডেবেরপমেন্ট (বায়েসড)-এর আয়োজনে এ অনুষ্ঠানের সহযোগিতায় কাজ করেছে দৈনিক ইত্তেফাক, বরেন্দ্র, ঢাকা এফ এম ৯০.৪, রকমারি.কম এবং বাংলা কাগজ।
Discussion about this post