“বিশ্বশান্তি প্রতিষ্ঠায় উদারতা” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিশ্ববিদ্যালয়’র ফিকহ বিশেষজ্ঞ, পিএইচ. ডি গবেষক, শাইখ আব্দুস সালাম সাঈদ করীম। ২৮ জানুয়ারী সোমবার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ও তুরস্কের ইস্তাম্বুল ফাউন্ডেশনের যৌথ উদ্দ্যোগে ‘গ্লোবাল পিস অ্যান্ড হারমোনি’ রিসালা-ই-নূর পারস্পেকটিভ শীর্ষক দু’দিনব্যাপি আন্তর্জাতিক কনফারেন্সে তিনি এ প্রবন্ধ উপস্থাপন করেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাতা বিশ্ববিদ্যালয়’র প্রফেসর ইশারত আলী মোল্লা।
মাওলানা আব্দুস সালাম” তার প্রবন্ধে বলেন ইসলাম সাম্য ও উদারতায় বিশ্বাসী, ইসলামে উদারতার মহান বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছাতে পারলেই বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব।
শাইখ আব্দুস সালাম সাঈদ করীম বাংলাদেশ ওয়াকফাহ নীতিমালা বিষয়ে গবেষণারত বিশিষ্ট আরবি সাহিত্যিক ও ফেকাহবিদ এবং দুবাই ঈমাম আবুহানিফা রিসার্স সেন্টারের আরবি প্রভাষক হিসেবে নিযুক্ত রয়েছেন। তিনি একাধারে দুবাই ইন্টারন্যাশনাল সিটি জামে মসজিদের খতিব, ২০১৫ সালে দুবাইয়ের নির্বাচিত শ্রেষ্ঠ ইমাম, চট্টগ্রাম সমিতি-ইউএই’র উপদেষ্টা, বৃহত্তর টেকনাফ সমিতির সভাপতি, শারজাহ গভর্ণর থেকে ২০১৫ সালে সেরা গবেষণার প্রথম পুরষ্কারপ্রাপ্ত।
বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. রাশীদ আসকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কনফারেন্সে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও বাংলাদেশ সহ মোট ৮টি দেশের প্রতিনিধি অংশ গ্রহণ করেন। দু’দিনব্যাপী এ সেমিনারের পৃথক পৃথক ৮টি সেশনে ৭১টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। ৩৮টি ইংরেজি প্রবন্ধ এবং ৩৩টি আরবি প্রবন্ধ ছাড়াও বিদেশী প্রবন্ধকার ও বিশেষজ্ঞদের ১০টি প্রবন্ধ এবং দেশীয় প্রবন্ধকারদের ৬১টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। মঙ্গলবার দুই দিন ব্যাপী এ সেমিনারের সমাপ্তি ঘটবে।
Discussion about this post