দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের বটতলা বাজার নামক স্থানে সোমবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন দুলাল (৩২) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ও উপজেলার মমারিজপুর গ্রামের বাহার মিয়ার ছেলে আমির হোসেন দুলাল ওইদিন বাড়ী থেকে ফেনী যাওয়ার পথে মাতুভূঞা ইউনিয়নের বটতলা বাজার নামক স্থানে এলে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার উপর অর্তকিত হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে ধারালো চুরি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মূর্মূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।
জেলা যুবদলের সদস্য নাসির উদ্দিন জানান, রাজনৈতিক বিরোধের জের ধরে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেলের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা দুলালের উপর হামলা চালায়।
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাসেল জানান, আহত দুলালের সাথে স্থানীয় এলাকার কিছু ছেলেদের পূর্ব বিরোধ ছিল। সোমবার তাদের সাথে তার মারামারি ঘটনা ঘটে। একপর্যায়ে আমি গিয়ে বিরোধ মিমাংসার চেষ্টা করি। ঘটনার সাথে আমার সম্পৃক্ততা নেই।
এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এস.এম কায়সার এলিন। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান।
দাগনভূঞা থানার ওসি সালেহ আহাম্মদ পাঠান জানান, এই ধরনের কোন ঘটনা তার জানা নেই। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post