চাঞ্চল্যকর দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল উদ্দিন চৌধুরী (৩০) হত্যা মামলার প্রধান আসামী যুবলীগ নেতা সাইদুল হক পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার ভোরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মোহাম্মদনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মোহাম্মদ নগর গ্রামে গতকাল মঙ্গলবার ভোরে অভিযান চালানো হয়। অভিযানকালে ফখরুল হত্যা মামলার প্রধান আসামী সাইদুল হক পারভেজকে গ্রেফতার করা হয়।
ফেনী পিবিআই এর এসআই জাহাঙ্গীর আলম জানান, পুলিশ পারভেজকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। তার বিরুদ্ধে আরো একটি বিষ্ফোরক মামলা রয়েছে।
চলতি বছরের ২০ জানুয়ারী মাতুভূঞা ব্রীজ সংলগ্ন নদীর পাশে জমি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজফাজিলপুর গ্রামের আবু তাহেরের ছেলে ফখরুল উদ্দিন চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ। ১৯ জানূয়ারী রাতে পারভেজ, হিরো ও বাহাদুর বন্ধুরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। ঘটনায় নিহতের ভাই ইতালী প্রবাসী নাজিম উদ্দিন চৌধুরী বাদী হয়ে ৪দিন পর থানায় হত্যা মামলা দায়ের করে। দীর্ঘদিন প্রধান আসামী গ্রেফতার না হওয়ায় বাদীপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে লিখিত আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রনালয় পিআইবিকে তদন্তসহ প্রধান আসামীকে গ্রেফতারের নির্দেশ প্রদান করে।
Discussion about this post