নবনির্মিত ফেনী জেলা কারাগার চলতি মাসে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা ও সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মাসেই নবনির্মিত কারাগার উদ্বোধন করবেন। আশা করি, ১৭ অক্টোবরের মধ্যে এটি উদ্বোধন হবে। বর্তমান সরকারের একটি আধুনিক ও যুগোপযোগী নির্মিত কারাগারের মধ্য দিয়ে ফেনীতেও ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে। বুধবার রাতে দৈনিক ফেনীর সময় এর সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এর আগে তিনি শহরের পিটিআই মাঠে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার প্রস্তুতি পরিদর্শন করেন। শেষে মেলা মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন। এসময় জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিকেএম এনামুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক আক্তারুর নেচা শিউলি, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে কারাগার সূত্র জানায়, ১৯৯৬ সালে শহরতলীর কাজিরবাগ মৌজায় সাড়ে ৭ একর জায়গায় সুপরিসরে নতুন জেলা কারাগার নির্মান কাজ শুরু হয়। ৩৭ কোটি টাকা ব্যয়ে ১৬টি ভবন নির্মিত হয়েছে। শহরের বর্তমান কারাগারে ১৭২ জন বন্ধী ধারণক্ষমতা থাকলেও নতুন কারাগারে ৩শ ৫০ জনের ধারণক্ষমতা রয়েছে।
১৮৭৬ সালে ফেনী মহকুমা হওয়ার পর শহরের কেন্দ্রস্থল রাজাঝির দিঘীর দক্ষিণ পূর্বকোনে বাঁশের বেড়া দিয়ে ফেনীতে প্রথম হাজতখানা স্থাপিত হয়।
জেলা কারা সুপার রফিকুল কাদের জানান, নবনির্মিত কারাগার উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েছে। নতুন কারাগার স্থানান্তর হলে বন্দীদের দূর্ভোগ লাগব হবে। বর্তমানে ধারন ক্ষমতার অতিরিক্ত বন্দী থাকায় হিমশিম খেতে হচ্ছে।
Discussion about this post