ফেনীতে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শহরের পিটিআই মাঠে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা ও সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী। এছাডা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সরকারী-বেসরকারী ৮০স্টলে শতাধিক স্টলে সরকারের উন্নয়ন কার্যক্রমসহ সেবাপ্রদান পদ্ধতি ও সেবা প্রদান করা হচ্ছে। ৩ দিন ব্যাপী এ মেলা আগামী শনিবার রাত নয়টা পর্যন্ত চলবে।
Discussion about this post