সেলিব্রেটিবিডি:
সাত পাকে বাঁধা পড়ে নিজের নাম কিংবা পরিচয় বদলাতে যাচ্ছেন না দীপিকা পাড়ুকোন। পেশাগত দায়িত্বের জের ধরেই দীপিকা এক নতুন পরিচয়ে সবার সামনে আসতে যাচ্ছেন। তিনি হতে যাচ্ছেন প্রযোজক। তাঁর প্রযোজিত প্রথম ছবির শুটিং শুরু হবে আগামী বছর থেকে। ছবির নাম ঠিক না হলেও গল্পটা মোটামুটি ঠিক হয়ে গেছে। এটি হবে নারীনির্ভর একটি গল্পের ছবি। অ্যাসিড–সন্ত্রাসের শিকার এক নারীর জীবনের গল্প নিয়ে তৈরি হবে ছবিটি।
বলিউডে মুক্তি পাওয়া দীপিকা পাড়ুকোনের সর্বশেষ ছবি ছিল পদ্মাবত। এই ছবি দারুণ সাফল্য অর্জন করে ভারতীয় বক্স অফিসে। এরপর থেকে সাবধানী হয়ে যান এই অভিনেত্রী। এখনো নতুন কোনো ছবি হাতে নেননি। খুব বুঝে–শুনে ফেলছেন পা। দীপিকা পাড়ুকোনের কাছের একজন জানিয়েছেন, দীপিকা এখন থেকে নিজের চরিত্র নিয়ে খুব সচেতন হয়ে উঠেছেন। তাঁর প্রযোজিত প্রথম ছবিটি যেন সব দিক থেকে এগিয়ে থাকে, এ জন্য প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছেন না। নারীকেন্দ্রিক ছবি তৈরির জন্য দীপিকা পরিচালক হিসেবেও বেছে নিয়েছেন এক প্রভাবশালী গুণী নারী চলচ্চিত্র নির্মাতাকে। তিনি হলেন মেঘনা গুলজার। এর আগে এই নির্মাতা তালভার ও রাজি ছবি দুটি পরিচালনা করে বেশ প্রশংসা কুড়িয়েছেন।
দীপিকা প্রযোজিত প্রথম ছবির মূল চরিত্রের নাম ‘লক্ষ্মী’। অ্যাসিড নিক্ষেপ করে এই লক্ষ্মীর মুখ ঝলসে দেয় দুষ্কৃতকারীরা। তবে সেই দুর্ঘটনা থেকে লক্ষ্মী বেশ সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে বের করে আনে। হয়ে ওঠে এক অনুপ্রেরণার নাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজের প্রযোজিত সিনেমায় নিজেই অভিনয় করবেন দীপিকা। বলিউড হাঙ্গামা।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post