সেলিব্রেটিবিডি:
‘মণিকার্ণিকা’ ওরফে রানি লক্ষ্মীবাই বেশে কঙ্গনা রনৌত। কেমন রাগী, হিংস্র দেখতে! রক্তাক্ত শরীর। খোলা তরবারি হাতে যেন আরও রক্ত মাখতে উদ্যত। নতুন ছবিতে কোন রূপে আবির্ভূত হচ্ছেন তিনি, তারই এক ঝলক দেখা গেল এই ছবিতে।‘রানি লক্ষ্মীবাই’ চরিত্র নিয়ে কী বললেন কঙ্গনা? ‘মণিকার্ণিকার জীবনের থেকেও মহৎ এক গল্প নিয়ে কাজ করতে পেরে গর্বিত বোধ করছি। আমি নিশ্চিত, ছবিপ্রেমীদের অনুপ্রাণিত ও আনন্দিত করবে “মণিকার্ণিকা” ছবিটি। বীরত্ব ও মানবিকতার গল্প। এ গল্পের মাধ্যমে ভারতের মহান এ মুক্তিযোদ্ধাকে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি।’
যা হোক, যুদ্ধের ময়দানে এমন ভয়াবহ দেখা গেলেও পুরো ছবিতে কিন্তু কঙ্গনাকে এমন মারকুটে দেখা যাবে না। ধরা যাক অলংকারের কথা। অনেক ছবি ও চিত্রকর্মে রানি লক্ষ্মীবাঈকে সুন্দর অলংকার পরতে দেখা গেছে; এমনকি হাতে তরবারি ধরা থাকলেও। কঙ্গনা সেই বেশ ধারণে সফল হয়েছেন। এমনকি তখনকার সময়ের পোশাকের ক্ষেত্রেও। কিন্তু তাঁর চুল বাধার স্টাইলটি মেলেনি লক্ষ্মীবাঈয়ের সঙ্গে। লক্ষ্মীবাঈ কি এভাবে চুল বাঁধতেন? রানি এভাবে চুল বাঁধতেন না, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে তো নয়ই। এ ক্ষেত্রে কঙ্গনা তৈরি করেছেন নিজের নিয়ম। চুল বেঁধেছেন এই সময়ের মেয়েদের মতো। কে জানে, দর্শকের কাছে ব্যাপারটি কেমন লাগবে।আজ মঙ্গলবার ‘মণিকার্ণিকা’ ছবির টিজার আসবে। সেটা দেখলেই বোঝা যাবে ঘটনা কী। এ ছবির মধ্য দিয়ে প্রমাণিত হবে পরিচারক হিসেবে কঙ্গনা কেমন। কারণ, ছবিটি এখন তিনিই পরিচালনা করছেন।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post