সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানীতে অবস্থিত দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক পালন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বাদ আসর বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। দোয়া ও মোনাজাতে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
Discussion about this post