চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অসুস্থ হয়ে মারা গেছেন মো. লেয়াকত (৫৫) নামে এক ব্যক্তির। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন কক্ষে প্রবেশের পর হঠাৎ অসুস্থ হয়ে মো. লেয়াকত (৫৫) মৃত্যুবরণ করেন। তিনি আবুধাবি যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন।
লেয়াকত বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ফতে আলী মুন্সি বাড়ির মৃত আহমদ হোসেনের ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
জানা গেছে, লেয়াকত ৩০ বছরেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ব্যবসা করতেন। ছয় মাস আগে তিনি দেশে এসে পরিবার পরিজনদের সাথে সময় কাটান।
লেয়াকতের চাচাতো ভাই গোলাম মুস্তফা জানান, দেশে আসার পর আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে ফের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য মঙ্গলবার সন্ধ্যায় বিমান বন্দরে যান লেয়াকত। ফ্লাইট ধরার কিছুক্ষণ আগে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন। সাথে সাথে তিনি পড়ে যান। তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হলেও তিনি আর বেঁচে ছিলেন না।
আজ বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় গোমদণ্ডী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
Discussion about this post