লিবিয়ায় শ্রমিকের কাজ করতে গিয়ে অপহরণের শিকার হয়েছিলেন ঝিনাইদহ ও যশোরের দুই যুবক। পাঁচ দিন আটকে রেখে চক্রটি দুই পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে অন্তত ১২ লাখ টাকা। বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার রসিদ দেখানোর পর ফেরদৌস হোসেন ও আলী হোসেন নামের ওই দুই যুবককে ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগীদের পরিবার জানায়, গত ১৯ এপ্রিল লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতা থেকে যশোরের ঝিকরগাছা উপজেলার পলুয়া গ্রামের ফেরদৌস হোসেন ও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রিশখালী গ্রামের আলী হোসেনকে অপহরণ করে একটি চক্র।
চক্রটিতে লিবিয়ান নাগরিক ছাড়াও কয়েকজন বাংলাদেশি যুক্ত ছিল। অপহরণের পর ওই দুই যুবককে নিয়ে যাওয়া হয় লিবিয়ার উত্তর-পূর্বাঞ্চলের শহর বেনগাজিতে। তখন তাদের সঙ্গে আরো ২০ বাংলাদেশি শ্রমিক বন্দি ছিলেন। মুক্তিপণের দাবিকৃত টাকা না দিলে হত্যা করা হবে, এমন হুমকি দেয় অপহরণকারীরা।
আলী হোসেনের বাবা চাঁদ আলী বলেন, ‘আমার ছেলে অপহরণের পর লিবিয়া থেকে ইমো নাম্বার দিয়ে কথা বলে। সে সময় আমার ছেলে অপর প্রান্ত থেকে বলে, টাকা না দিলে আমাকে মেরে ফেলবে। সেদিনই আমি লিবিয়ার একজনের মাধ্যমে ৪ লাখ টাকা পাঠাই। পরে জমি বিক্রি করে গত ২৪ এপ্রিল ইসলামী ব্যাংক ডাকবাংলো শাখা থেকে আরো ৪ লাখ টাকা পাঠাই ইসলামী ব্যাংক এজেন্ট শাখায়।
Discussion about this post