ভুলে যাওয়ার মতো একটি সিরিজ শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এগিয়ে থেকেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ এ সিরিজ হেরেছে টাইগাররা। অপেক্ষাকৃত দুর্বল দলের কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়ে বেশ সমালোচিত হচ্ছে বাংলাদেশ দল।সোমবার (২৬ মে) বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘মাঠে গিয়ে খেলে ক্রিকেটাররা, কোচ আপনাকে শুধু শেখাতে পারবে। আসলে কাউকে দোষারোপ করার কিছু নেই। হেড কোচ, সালাউদ্দিন কিংবা আরও যারা আছে….এটা নতুন একটা ইউনিট। একটু সময় দিলে বোঝা যাবে তারা কেমন পারফর্ম করছে।’এমন হারে খারাপ লেগেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আরব আমিরাতের কাছে হারায় আমাদের খারাপ লেগেছে কিন্তু এটা অবশ্যই খেলার অংশ। এটা মানতে হবে আমাদের। তবে আমি বিশ্বাস করি এই তরুণ ছেলেদের দুর্দান্ত প্রতিভা রয়েছে। আমাদের ধারাবাহিকতা বাড়াতে হবে এবং প্রায়োগিক দিকে উন্নতি করতে হবে।’বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে মিঠু বলেন, ‘দল ভালো আছে৷ তারা অনুশীলনে আছে। তারা ভালো আছে, সিচুয়েশন নরমাল। তারা খেলার জন্য মুখিয়ে আছে। পাকিস্তান সবসময় সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দেয় (খেলোয়াড়দের)। সেটা তারা সবসময়ই দেয়। এই নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কেউ বা আমাদের যে দল গেছে তারা কোনো অভিযোগ দেয়নি।
Discussion about this post