নারী নির্যাতন মামলায় মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।
মঙ্গলবার (২০ মে) ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমে বলেন, নারী নির্যাতনের মামলায় গতকাল সোমবার (১৯ মে) রাতে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে।
রিমান্ডের বিষয়ে তিনি বলেন, আপাতত রিমান্ডের আবেদন করব না। তবে এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।সম্প্রতি এক নারীকে মারধর করে টেনেহিঁচড়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগি নারী। ভুক্তভোগী ওই নারী ইডেন কলেজের শিক্ষার্থী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। ৭ মাস ধরে নোবেল ভুক্তভোগীকে ধর্ষণ করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ।
Discussion about this post