পবিত্র রমজান মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা দেখতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসা দর্শকদের বিনা মূল্যে ইফতার দেওয়ার ঘোষণা দিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ইসিবি এই বার্তা দেয়। সেখানে বলা হয়, ‘রমজানের সত্যিকারের চেতনাকে সমুন্নত রাখতে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করছে, চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইয়ে বাকি ম্যাচগুলোয় রোজাদার দর্শকের জন্য বিশেষ ইফতারি বক্স সরবরাহ করা হবে। যা শুরু হবে ২ মার্চ রোববার এ গ্রুপে নিউজিল্যান্ড–ভারত ম্যাচের মধ্য দিয়ে। পবিত্র রমজান মাসে এটাই হবে প্রথম ম্যাচ। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় রোজা ভাঙার সময় হওয়ার আগে ইফতারি বক্স সরবরাহ করা হবে।’
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো তাদের আপত্তির কারণে হচ্ছে দুবাইয়ে। রমজানে সেখানে হবে কমপক্ষে দুটি ম্যাচ। ভারত ফাইনালে উঠে হতে পারে তিনটিও।
মধ্যপ্রাচ্যে রমজান মাস শুরু হতে পারে শনিবার। রোববার নিউজিল্যান্ড–ভারত গ্রুপ পর্বের শেষ ম্যাচ। আগামী ৪ মার্চ একই মাঠে হবে প্রথম সেমিফাইনালও।
Discussion about this post