এখন থেকে উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) ছয় দেশের বাসিন্দারা ট্যুরিস্ট ও ট্রানজিট ভিসা দিয়েও ওমরাহ পালন করতে পারবেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, জিসিসির ছয়টি দেশ- ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে যারা থাকেন তারা ট্যুরিস্ট ও ট্রানজিট ভিসা দিয়ে ওমরাহ পালন করতে পারবেন। এ ভিসায় একজন ব্যক্তি ৯৬ ঘণ্টা সৌদিতে অবস্থান করতে পারবেন।
ট্রানজিট ভিসায় আসা ওমরাহযাত্রীরা যদি মদিনায় অবস্থিত মসজিদে নববীতে নামাজ পড়তে চান এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করতে চান তাহলে নুসুক অ্যাপ দিয়ে আলাদাভাবে অনুমতি নিতে হবে।
এর আগে জিসিসির বাসিন্দারা শুধু ওমরাহ ভিসা দিয়ে ওমরাহ পালন করতে পারতেন।
সৌদি আরব ওমরাহ পালন সহজ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। গত বছর থেকে ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিনে বাড়িয়ে দিয়েছে সেদেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
Discussion about this post