নতুন তিন ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দেওয়া শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘমেয়াদী এই ভিসা কর্মক্ষেত্রে প্রতিভা আকর্ষণ এবং উদ্ভাবনকে উৎসাহিত করার কৌশল হিসেবে চালু করা হয়েছে।
আরব আমিরাতের গোল্ডেন ভিসা প্রোগ্রামে নতুন করে যুক্ত হওয়া তিন ক্যাটাগরিগুলো হলো:
অসাধারণ শিক্ষক ও শিক্ষাবিদ
দুবাইয়ের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের বিশেষ অবদান রাখা শিক্ষকরা গোল্ডেন ভিসার জন্য যোগ্য হবেন। ১০ বছরের এই নবায়নযোগ্য ভিসা শিক্ষার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখা শিক্ষকদের প্রদান করা হবে। তাদের পরিবারের সদস্যদেরও ভিসার আওতায় আনা হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যোগ্য শিক্ষাবিদরা তাদের একাডেমিক কৃতিত্ব, শিক্ষা উদ্ভাবনে অবদান এবং প্রতিষ্ঠানের শিক্ষাগত মানোন্নত করার প্রচেষ্টার ভিত্তিতেও এ ভিসা অর্জন করতে পারবেন।
দুবাই গেমিং ভিসা
ই-স্পোর্টস খাতে বিশেষ ভূমিকা রাখা ব্যক্তিদের জন্য চালু হয়েছে ‘দুবাই গেমিং ভিসা’। শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এই উদ্যোগ গ্রহণ করেছেন, যা গেমিং খাতে নতুন উদ্ভাবন এবং কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবে।
বিলাসবহুল ইয়ট মালিকদের জন্য ‘গোল্ডেন কোয়ে’
বিলাসবহুল ইয়টের মালিকদের আকৃষ্ট করতে আবুধাবি কর্তৃপক্ষ ‘গোল্ডেন কোয়ে’ উদ্যোগ চালু করেছে। উচ্চ সম্পদশালী ব্যক্তিদের আমিরাতে বিনিয়োগে উৎসাহিত করতেই এই ভিসা সুবিধা চালু করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, ব্যতিক্রমী প্রতিভা ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের আকৃষ্ট করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো এবং উদ্ভাবনী খাতকে প্রসারিত করাই মূল উদ্দেশ্য।
সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসা পেলে স্থানীয় স্পনসর ছাড়াই দেশটিতে কাজ, বসবাস বা অধ্যয়নের জন্য দীর্ঘমেয়াদে বসবাস করা যায়।
তথ্যসূত্র: গালফ নিউজ
Discussion about this post