কর্মীদের আবাসন ব্যবস্থার মানোন্নয়নে নতুন আইন করেছে কুয়েত সরকার। দেশটির পাবলিক অথরিটি অব ম্যানপাওয়ারের (পিএমএম) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
নতুন আইন অনুযায়ী, কুয়েতে কর্মীদের বসবাসের জন্য নিয়োগকর্তাকে পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করে দিতে হবে। একটি রুমে চারজনের বেশি কর্মী রাখা যাবে না। কর্মীদের আবাসন ব্যবস্থার মানোন্নয়ন করতেই এই নতুন আইন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আইনটিতে আরও বলা হয়, যে নিয়োগকর্তারা শ্রমিকদের থাকার জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করে দিতে ব্যর্থ হবেন তাদের আবাসন ভাতা দিতে হবে। এ ক্ষেত্রে ন্যূনতম বা কম মজুরিপ্রাপ্ত শ্রমিকদের তাদের বেতনের ২৫ শতাংশের সমান আবাসন ভাতা দিতে হবে। আর বেশি মজুরিপ্রাপ্ত শ্রমিকদের ১৫ শতাংশ আবাসন ভাতা দিতে হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষে জানায়, শ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা করার আগে নিয়োগকর্তাকে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পূর্ব অনুমোদন নিতে হবে।
Discussion about this post