ওমানে ২০২৩ সালের তুলনায় গত বছর জন্মহার ২ দশমিক ২ শতাংশ কমেছে। তবে প্রবাসী শিশু জন্মহার বেড়েছে।
দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিসটিক্স অ্যান্ড ইনফরমেশন (এনসিএসআই) এক প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
দপ্তরটি জানায়, ২০২৪ সালে ওমানে ৬৯ হাজার ৫৬১ শিশুর জন্ম হয়েছে। ২০২৩ সালের তুলনায় গত বছর ওমানি নবজাতকের সংখ্যা ৩ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে। অপরদিকে একই সময়ে প্রবাসীদের নবজাতকের সংখ্যা ১১ দশমিক ৮ শতাংশ বৃদ্ধ পেয়েছে।
এদিকে ২০২৩ সালের তুলনায় গত বছর ওমানে মৃত্যু তিন দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে ওমানে ৯ হাজার ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ওমানির সংখ্যা ৭ হাজার ৪১৩ জন।
এনসিএসআই জানায়, ২০২৪ সালে ওমানে প্রবাসীদের মৃত্যুর সংখ্যাও এর আগের বছরের চেয়ে পাঁচ দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
Discussion about this post