মালয়েশিয়ার কেলানতান রাজ্যের কোটাভারুতে অভিযান চালিয়ে সাত বাংলাদেশিসহ ১৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (১৫ জানুয়ারি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কেলানতানের ইমিগ্রেশন বিভাগ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে রাজ্যের ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানান, এনফোর্সমেন্ট বিভাগের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে অভিযান চালিয়ে মিয়ানমার একজন, পাকিস্তানি একজন, বাংলাদেশি সাতজন, ভারতীয় চারজন এবং শ্রীলঙ্কান দুইজন নাগরিককে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬ (১) (সি) এর অধীনে গ্রেফতার করা হয়।
Discussion about this post