সৌদি আরবে স্বামীর অনুমতি ছাড়া তার ফোন তল্লাশি বা নজরদারি করলে একজন স্ত্রীর কারাদণ্ড হতে পারে। দেশটির আইনজীবী রিম ইব্রাহিম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, যদি কোনো স্ত্রী গোপনে স্বামীর ফোন তল্লাশি করেন, তবে তা আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এই ক্ষেত্রে স্বামীর অধিকার রয়েছে স্ত্রীকে আইনগতভাবে মোকাবিলা করার।
রিমের মতে, যদি স্ত্রী দোষী প্রমাণিত হন, তবে তাকে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লাখ সৌদি রিয়াল জরিমানা, অথবা এই দুটি শাস্তির যেকোনো একটির মুখোমুখি হতে হবে। সাইবার অপরাধ দমন আইনের অধীনে এই সাজা হবে।
সৌদির আরেক আইন বিশেষজ্ঞ মোহাম্মদ আল ওহাইবি জানিয়েছেন, যদি স্ত্রী স্বামীর ফোনের পিন নম্বর জানেন, তাহলে তার ফোনে প্রবেশ করা আইনসঙ্গত এবং তা অপরাধ নয়। তবে গুপ্তচরবৃত্তির মাধ্যমে কোনো স্ত্রী তার স্বামীর ফোনের পিন নম্বর সংগ্রহ করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে।
Discussion about this post