দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যাসহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগতে থাকা ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন।
আজ মঙ্গলবার রাত ১০টায় কাতারের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়া ঢাকার হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দোহা হয়ে যুক্তরাজ্যের লন্ডনের হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবেন। পরদিন লন্ডন পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন সাবেক প্রধানমন্ত্রী। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন একথা জানান। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
Discussion about this post