বিতর্ক পিছু ছাড়ছে না রাজধানীর কমলাপুর রেলস্টেশনের। দুই মাস আগে প্রবেশপথের মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল চলার পর এবার অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে নীল ছবি বা অশ্লীল ভিডিও চলার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক স্টেশনে উপস্থিত যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। অবশ্য বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) মধ্যরাতে এমন ঘটনা ঘটে।
কমলাপুর স্টেশন সূত্র বলছে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎ করে অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে অশ্লীল ভিডিও চলতে শুরু করে। এতে সেখানে থাকা যাত্রী ও অন্যান্যরা বিব্রত হয়ে পড়েন। উপস্থিত লোকজন মনিটরটি বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে এক যাত্রী পাথর ছুড়ে মনিটরটি ভেঙে ফেলেন।
অবশ্য এই ঘটনার কারণ জানতে দ্রুত তদন্তে নেমেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকা রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ জানান, ঘটনার কারণ উদঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
Discussion about this post