ভারতের জনপ্রিয় সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারের পর চিক্কদপল্লি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গত ৪ ডিসেম্বর ছবিটির হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লির সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে ৯টায় প্রিমিয়ার ছিল। এ সময় সবাইকে চমকে দিতে হাজির হন তিনি। আর সেখানেই ঘটে যায় এক বিপত্তি।
প্রিমিয়ারে অর্জুন হাজির হওয়ায় ভিড়ে থিয়েটারে দম বন্ধ পরিস্থিতির তৈরি হয়। এ সময় দর্শকরা তাকে একপলক দেখতে হুড়োহুড়ি শুরু করেন। একপর্যায়ে ধাক্কাধাক্কির মধ্যে পড়ে রেবতী নামের এক নারী ও তার ছেলে পদপিষ্ঠ হন। এতে করে জ্ঞান হারিয়ে ফেলেন শিশুটি। সঙ্গে সঙ্গে তাকে দুর্গা ভাই দেশমুখ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে চিক্কদপল্লি পুলিশ স্টেশনে অর্জুন, তার দেহরক্ষী ও সিনেমা হলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পরিবারের দাবি, অর্জুনের আগমনের বিষয়ে আগাম খবর দেওয়া হয়নি। এমনকি হলে নিরাপত্তাজনিত কোনো পদক্ষেপও নেওয়া হয়নি।
সংবাদমাধ্যম জানিয়েছে, ভক্তের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেন দক্ষিণের এ সুপারস্টার। এমনকি তাদের পরিবারকে ২৫ লাখ রুপি অর্থ সহায়তার ঘোষণা দেন তিনি। এ ঘটনার আটদিন পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
Discussion about this post