যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির এমন পদক্ষেপের কড়া ভর্ৎসনা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ ঘটনাকে সম্পূর্ণ পাগলামি বলে উল্লেখ করেন।
টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হয়েছেন তিনি। বৃহস্পতিবার ম্যাগাজিনে তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এতে তিনি বলেন, রাশিয়ার কয়েকশ মাইল ভেতরে ক্ষেপণাস্ত্র হামলা পাগলামি। এতে তার তীব্র আপত্তি রয়েছে। আমরা শুধু এ যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছি এবং পরিস্থিতির অবনতি ঘটাচ্ছি। এটি করতে দেওয়া উচিত হবে না।
ট্রাম্পের এমন বক্তব্যের ফলে ধারণা করা হচ্ছে, ইউক্রেনের বিষয়ে মার্কিন নীতিতে পরিবর্তন আসতে পারে। গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলার নিষেধাজ্ঞা তুলে নেন। কিয়েভের মনোবল বাড়াতে এটি ছিল তার সবশেষ প্রচেষ্টা।
এর আগে যুক্তরাষ্ট্রের কাছে বারবার এটির অনুমোদন চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে বিষয়টি আগে অনুমোদন দেয়নি। তারা বলছে, উত্তর কোরিয়া এ যুদ্ধে ১৫ হাজার সেনা পাঠিয়েছে। এজন্য নিজের মত পরিবর্তন করেছেন বাইডেন।
যুদ্ধ অবসানের বিষয়ে ট্রাম্প বলেন, তার কাছে একটি দারুণ পরিকল্পনা রয়েছে। তবে সেটি প্রকাশ করে দিলে তা প্রায় অর্থহীন হয়ে যাবে। তাই তিনি সেটি নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।
Discussion about this post