সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডনের পথে রওনা হয়েছেন এবং তাকে বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টার ভারতের আকাশসীমায় উড্ডয়ন করছে। ভিডিওটিতে ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক বাংলার লোগোও দেখা যায়।
ভিডিওতে বলা হয়, শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি পশ্চিমবঙ্গ থেকে দিল্লির দিকে যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে তিনি সেখান থেকে লন্ডন যাবেন। একই প্রতিবেদনে দাবি করা হয়, ‘৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর ঢাকার রাস্তায় বিক্ষোভের উত্তাল চিত্র দেখা যাচ্ছে’—যা ভিডিওটিতে ‘এই মুহূর্তের’ দৃশ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।সত্য ঘটনা কী?
রোববার (৬ জুলাই) রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সাম্প্রতিক নয়; বরং ২০২৪ সালের ৫ আগস্ট প্রকাশিত একটি পুরোনো ভিডিও।ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে, এটি ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেলে ‘দিল্লি হয়ে লন্ডনের পথে শেখ হাসিনা’ শিরোনামে প্রচারিত একটি পুরোনো প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে। সেই ভিডিওতে দাবি করা হয়েছিল, শেখ হাসিনা সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে বাংলাদেশ ত্যাগ করে ভারতের আকাশে উড্ডয়ন করছেন এবং দিল্লি হয়ে লন্ডনের পথে রওনা হচ্ছেন।
রিউমর স্ক্যানার তার অনুসন্ধানে উল্লেখ করেছে, ওই প্রতিবেদনের যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তা যাচাই করে শেখ হাসিনার দিল্লি থেকে লন্ডনে যাওয়ার বিষয়ে কোনো নির্ভরযোগ্য সূত্র বা তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
Discussion about this post